ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পুরুষ পাখির অভাবে রংপুর চিড়িয়াখানায় ফুটছে না উট পাখির ডিম

রংপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ৪ মে ২০২১   আপডেট: ১০:১৯, ৫ মে ২০২১
পুরুষ পাখির অভাবে রংপুর চিড়িয়াখানায় ফুটছে না উট পাখির ডিম

চলমান করোনার প্রকোপে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ থাকায় শুনশান নীরবতা বিরাজ করছে রংপুর চিড়িয়াখানায়। এরই মধ্যে ডিম দিতে শুরু করেছে চিড়িয়াখানার উট পাখিটি। তবে পুরুষ পাখির অভাবে ডিম ফোটানো সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার (৪ মে) রংপু্র চিড়িয়াখানা গিয়ে দেখা গেছে দুই বছর আগে দর্শনার্থীদের জন্য আনা উট পাখিটি গত দুমাসে মোট সাতটি ডিম দিয়েছে। তবে পুরুষ পাখির অভাবে ডিমগুলো ফোটানো যাচ্ছে না। সেগুলো স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হচ্ছে।

রংপুর বিনোদন উদ্যান ও চিরিয়াখানার জ্যু অফিসার ডা. এইচ এম শাহাদাৎ শাহিন রাইজিংবিডিকে বলেন, ‘ঢাকা থেকে ২০১৯ সালের ২৮ মার্চে তিন মাস বয়সের একটি উট পাখি আনা হয়। দুই বছর পর গত মার্চ মাস থেকে ডিম দেওয়া শুরু করে পাখিটি। এখন পর্যন্ত মোট সাতটি ডিম দিয়েছে। একেকটি ডিমের ওজন প্রায় ১ কেজি ৪০০-৫০০ গ্রাম।’

তিনি আরও বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় উটপাখির বৃদ্ধিতে এ দেশে কোনো সমস্যা হয় না। চিড়িয়াখানার এই পাখিটির ওজন প্রায় ৬৫-৭০ কেজি। দুঃখের বিষয় হলো পুরুষ পাখির অভাবে ডিম পাড়ার মধ্য দিয়ে বংশবৃদ্ধিতে আমরা নতুন কোনো সফলতা দেখতে পাচ্ছি না।’

কেয়ার টেকার আনিস বলেন, ‘এই মা পাখিটি বালু গোল করে তাওয়ার মতো বানিয়ে তাতে ডিম দিয়েছে। পাখিটি আলফা ও নেপিয়ার ঘাস, বাঁধাকপি, ফুলকপি, লালশাক, পালং শাক, পোলট্রি ফিড ও বাদাম খায়।’

রংপুর চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আমবার আলী তালুকদার রাইজিংবিডিকে জানান, মা উটপাখিটি গত মার্চ মাস থেকে ডিম দেওয়া শুরু করেছে। পুরুষ পাখি না থাকার কারণে ডিমগুলো ফার্টাইল হচ্ছে না। প্রাণি সম্পদ অধিদপ্তরসহ ঢাকা চিড়িয়াখানাতেও একটি পুরুষ পাখির জন্য আবেদন করেছি। করোনা পরিস্থিতির কারণে এখনও পাঠানো সম্ভব হয়নি। পুরুষ পাখি এলে পরবর্তী সময়ে ডিম দিলে তা ফুটিয়ে বংশবিস্তার সম্ভব হবে।

আমিরুল ইসলাম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়