ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৫ মে ২০২১  
সিলেটে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমার রাঘবপুর থেকে শাবানা বেগম (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ মে) সকালে বাড়ির পাশের এক গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ওই কিশোরীর বাবা সৈয়দ আলী একজন শ্রমজীবী। পরিবারে তার অসুস্থ বড় বোন এবং মা রয়েছেন। এজন্য সংসারের সকল কাজকর্ম তাকেই করতে হতো।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৪ মে) বিকেলে পাশের বাড়িতে পানি আনতে গিয়ে আর শাবানা বাড়ি ফিরেনি। ভোররাতে পুকুর পাড়ের একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। এরপরই পুলিশকে খবর দিলে আজ সকালে লাশ উদ্ধার করে।

ওসি শামসুদ্দোহা জানান, সুরতহালে মৃতদেহে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ডিএনএ সংগ্রহ করতে তার মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে।

নোমান/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়