ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা করতে পাঁচলাইশ থানায় মিতুর বাবা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১২ মে ২০২১   আপডেট: ১৩:৩০, ১২ মে ২০২১
বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা করতে পাঁচলাইশ থানায় মিতুর বাবা

চট্টগ্রামের চাঞ্চল্যকর মিতু হত্যার দায়ে স্বামী বাবুল আক্তারের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করতে পাঁচলাইশ থানায় গেছেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

মামলার লিখিত এজাহার দিতে বুধবার (১২ মে) দুপুর ১২টার দিকে মিতুর বাবা নগরীর পাঁচলাইশ থানায় যান।

আরো পড়ুন:

মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া।

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ঢাকায় এক প্রেস ব্রিফিংযে  জানান, আগের মামলায় বাবুল আক্তার বাদী হওয়ায় সেই মামলায় তাকে গ্রেপ্তারের সুযোগ নেই। মিতু হত্যায় বাবুল আক্তারের দায়ের করা মামলাটির আজই ফাইনাল রিপোর্ট দেওয়া হবে। মিতুর বাবার দায়ের করা মামলায় বাবুল আক্তারকে প্রধান আসামি করা হবে। এখন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়