Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৮ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৩ ১৪২৮ ||  ০৯ সফর ১৪৪৩

পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাস নদীতে: নিখোঁজ চালকের লাশ উদ্ধার 

রাজবাড়ী সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ১৩ মে ২০২১   আপডেট: ০৯:০১, ১৩ মে ২০২১
পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাস নদীতে: নিখোঁজ চালকের লাশ উদ্ধার 

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পন্টুনের তার ছিঁড়ে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসের চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের দু’দিন পর বৃহস্পতিবার (১৩ মে) সকালে চালক মারুফ হোসেনের (৪০) লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক আনোয়ার হোসেন রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন জানান, যেখানে মাইক্রোবাসটি পড়েছিল তার থেকে দেড় কিলোমিটার দূরে ৭ নম্বর ঘাট এলাকা থেকে মারুফ হোসেনের লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত ১১ মে বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুন তার ছিঁড়ে নদীতে চলে যায়। এ সময় ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন মাইক্রোবাসের চালক।

মারুফ হোসেনের বাড়ি সিলেট। তিনি ঢাকার রামপুরায় থাকতেন।

পুলিশ জানায়, মাইক্রোবাসের মালিকের শ্যালক ১০ মে বিদেশ থেকে দেশে আসেন। তাকে চুয়াডাঙ্গায় গ্রামের বাড়ি পৌঁছে দিয়ে ১১ মে দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকায় ফিরছিলেন মারুফ। ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

##পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাস নদীতে

##পন্টুন ছিঁড়ে নদীতে পড়া মাইক্রোবাস উদ্ধার 

সুকান্ত/ইভা  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়