ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জামালপুরে বজ্রপাতে নিহত ৬, আহত ৫

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২০ মে ২০২১   আপডেট: ০৬:৩৪, ২১ মে ২০২১
জামালপুরে বজ্রপাতে নিহত ৬, আহত ৫

ফাইল ফটো

জামালপুরের ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় ছয়টি গরুও মারা গেছে। এছাড়া আহত হয়েছেন পাঁচ জন।

বৃহস্পতিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকালে হঠাৎ বয়ে যাওয়া ঝড় ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে পার্থশী ইউনিয়নের পশ্চিম গামারিয়া গ্রামের হাসান আলীর ছেলে পালা মিয়া (৪০) একই এলাকার কাইল্যা সেখের ছেলে শাহাজামাল (৪৫) ও জব্বার খানের ছেলে এনামুল হক (৪০) ঘটনাস্থলেই মারা যান। তারা সবাই মাঠে কৃষিকাজ করছিলেন।

এছাড়াও বজ্রপাতে একই উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামের কান্দু সেখের ছেলে জাবেদ আলী (৬০), সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর এলাকার কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন (৩৬) এবং গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের আক্তার বক্সের ছেলে মফিজল (৫০) মারা যায়।

আহতদের মধ্যে হামেদা, বিশু, রাজা মিয়া, ইনসাফ ও দেলোয়ারাকে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর একজনকে জামালপুর জেনারেল হাপতালে পাঠানো হয়েছে।

এছাড়া বজ্রপাতে ইসলামপুরে তিনটি ও দেওয়ানগঞ্জে তিনটি গরুর মৃত্যু হয়েছে।

সেলিম আব্বাস/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়