ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজীপুরে কোচিং সেন্টার, অভিভাবক ও রেস্তোরাঁকে জরিমানা

গাজীপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ৩ জুন ২০২১   আপডেট: ০৯:৪১, ৩ জুন ২০২১
গাজীপুরে কোচিং সেন্টার, অভিভাবক ও রেস্তোরাঁকে জরিমানা

গাজীপুর শহরের জোড়পুকুর এলাকায় তিন কোচিং সেন্টার, তিন অভিভাবক ও এক রেস্তোরাঁকে এক লাখ ৬৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম‌্যমাণ আদালত।

বুধবার (২ জুন) বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালামের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে গাজীপুর জেলা শহরের জোড়পুকুর এলাকায় সমাপনী কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। সরকারি সিদ্ধান্ত অমান্য করে ওই সেন্টারে শতাধীক শিক্ষার্থীদের জড়ো করে কোচিং করোনোর জন‌্য ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, একই এলাকার উদয়ন কোচিং সেন্টারকে ৩০ হাজার ও একাডেমিক কোচিং সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। কোচিং সেন্টারে থাকা তিন অভিবাবককে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, জোড়পুর এলাকায় রাজটিক রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবসসুম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

রেজাউল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ