ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহ মেডিক‌্যালে আরও ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২৮ জুন ২০২১  
ময়মনসিংহ মেডিক‌্যালে আরও ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৮জুন) সকালে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ঈশ্বরগঞ্জের সেলিনা বেগম (৬০), নান্দাইলের সুরুজ আলী (৭৫) মারা যান। এছাড়া, করোনার উপসর্গ নিয়ে সুফিয়া খাতুন (৭০), টাঙ্গাইলের মধুপুরের আবদুস সালাম (৫০), শেরপুরের মাসুদ আলী (৬০), ঈশ্বরগঞ্জের সুলেমা বেগম (৫৫), নেত্রকোনার পূর্বধলার শিউলি আক্তার (৪৫) এবং কেন্দুয়ার রুমালি মিয়া (৭০) মারা গেছেন। 

এদিকে, জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত রোববার জেলায় ৬৮৩ জনের নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮৬ শতাংশ।

মাহমুদুল হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়