ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে করোনায় আক্রান্তের হার ২৫ শতাংশ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৪ জুলাই ২০২১   আপডেট: ০৯:২২, ৪ জুলাই ২০২১
মানিকগঞ্জে করোনায় আক্রান্তের হার ২৫ শতাংশ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জন আক্রান্ত হয়েছেন যা মোট নমুনা পরীক্ষার ২৫ দশমিক ৬৯ শতাংশ। এছাড়া ঘিওর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুলাই) সিভিল কার্যালয়ের মেডিক‌্যাল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ডা. রফিকুন্নাহার বন্যা জানান, গত ১ জুলাই (বৃহস্পতিবার) ১৪৪ জনের নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় ১২ জন, সাটুরিয়া ও শিবালয় উপজেলায় ৩ জন, ঘিওর উপজেলায় ৪ জন, হরিরামপুর উপজেলায় ২ জন এবং দৌলতপুর উপজেলায় ১ জন করোনায় রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ছয়শো ৫৪ জন৷ এদের মধ্যে ২ হাজার তিনশো ৫৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

ডা. রফিকুন্নাহার বন্যা আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের  মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়ে মোট ৫১ জন মারা গেছেন।

চন্দন/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়