ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১, কর্মবিরতি স্থগিত

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১০ জুলাই ২০২১   আপডেট: ১৪:২৬, ১০ জুলাই ২০২১
ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১, কর্মবিরতি স্থগিত

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের দুই ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আমিনুল ইসলাম বুলবুল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, আসামি গ্রেপ্তার হওয়ায় রাতে ডাকা অনির্দৃষ্টকালের কর্মবিরতি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

শনিবার (১০ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হসাপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি নূর মোহম্মদ জানান, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করায় ও রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করে ৪৮ ঘণ্টার জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে এরমধ্যে অন‌্য আসামিদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে আবারও কর্মবিরতিতে যাওয়া হবে।

ওসি মো. মনিরুল ইসলাম জানান, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি নূর মোহাম্মদ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ৬/৭ জনের নামে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাদল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়