ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১২ জুলাই ২০২১  
দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ছালেক মিয়া

দুর্নীতির অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক মিয়াকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রোববার (১১ জুলাই) এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবু জাফর স্বাক্ষরিত নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রাজনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। ১০ দিনের ভেতরে এর জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল রাইজিংবিডিকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

নোটিশ সূত্রে জানা যায়, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের অধিগ্রহণ করা ভূমিতে সরকারি টাকা ব্যয়ে অবৈধ্য স্থাপনা নির্মাণের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের জেলা প্রশাসকের সুপারিশে জনস্বার্থে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে ছালেক মিয়াকে। নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে কেনো তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান ছালেক মিয়ার সঙ্গে মুঠোফোনে বারবার বারবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।

ইউএনও প্রিয়াংকা পাল রাইজিংবিডিকে জানান, এ বিষয়ে এখনো অফিসিয়ালি কাগজপত্র কাছে আসেনি।
 

সাইফুল্লাহ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়