ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাচারের তিন বছর পর দেশে ফিরলো কিশোরী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৮, ১৩ জুলাই ২০২১  
পাচারের তিন বছর পর দেশে ফিরলো কিশোরী

ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে ভারতে গিয়ে নয় মাস কারাভোগের পর দেশে ফিরলেন এক কিশোরী।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে অর্পিতা আক্তার মিম (১৫) নামে ওই কিশোরীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল হয়ে ফিরিয়ে আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মুজিবর রহমান বলেন, ভালো কাজের আশায় তিন বছর আগে সে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারত যায়। এরপর সে ভারতের গুজরাট প্রদেশে বাসাবাড়িতে কাজ করতো। এক পর্যায়ে সে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে আদালতের মাধ্যমে তাকে ‘চিল্ড্রেন হোমস অ্যান্ড গার্লস’ নামে একটি শেল্টারহোমে রাখা হয়।

ফেরত আসা কিশোরীকে ইমিগ্রেশন এর কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান ইমিগ্রেশন ওসি।

কিশোরীকে গ্রহণ করতে আসা এনজিও ‘জাস্টিস ফর কেয়ার’-এর সমন্বয়কারী শাওলী সুলতানা বলেন, আপাতত তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। এরপর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাকিরুল কবীর রিটন/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়