ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিকা রেজিস্ট্রেশনের প্রতারণা চক্রের এক সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২৯ জুলাই ২০২১  
টিকা রেজিস্ট্রেশনের প্রতারণা চক্রের এক সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলে করোনা টিকা নেওয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করার প্রতারণা চক্রের সদস‌্য সাব্বির হোসেন রুবেলকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।

বিষয়টি বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে র‌্যাব-১২ এর ৩ নম্বর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গ্রেপ্তার সাব্বির হোসেন রুবেল সদর উপজেলার নগরজলফৈ গ্রামের সামাদ মিয়ার ছেলে।

মো. এরশাদুর রহমান জানান, চলমান মহামারি কোভিড-১৯ করোনা টিকা নেওয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করে দেওয়ার কথা বলে সাব্বির হোসেন রুবেল প্রত্যেক ব্যক্তির নিকট থেকে প্রতারণা করে দেড় থেকে দুই হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছিলেন। এমন সংবাদের বৃহস্পতিবার ভোরে নগর জালফৈ এলাকার আরাফ ফটোস্ট্যাট অ‌্যান্ড কম্পিউটারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড এর ৪১৭/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাওছার/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়