ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুষ্টিয়ায় টিকা পেলেন ৬২৪০০ জন

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ৭ আগস্ট ২০২১  
কুষ্টিয়ায় টিকা পেলেন ৬২৪০০ জন

কুষ্টিয়ায় ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত জেলার ৬৪ ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯৭টি কেন্দ্রে করোনার এই টিকা দেওয়া হয়েছে। 

জেলা সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় মোট ৬২ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া হয়। টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি ছিলো। টিকাদান কর্মসূচি সফল করতে কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়। 

আরও পড়ুন: সারাদেশে চল‌ছে গণ‌টিকা কার্যক্রম

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে ছয় জন টিকাকর্মী ও নয় জন স্বেচ্ছাসেবক কাজ করেছেন। জেলায় ৪৫৬ জন টিকাকর্মী ও ৬৮৪ জন স্বেচ্ছাসেবক কর্মীর সমন্বয়ে গণটিকা কার্যক্রম চলেছে। 

আজ থেকে দেশের ইউনিয়ন পর্যায়ে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। আগামী ১২ আগস্ট পর্যন্ত সারা দেশে ক্যাম্পেইন চালিয়ে ৩২ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। ছয় দিনে পর্যায়ক্রমে টিকা পাবেন গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষ।

কাঞ্চন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়