ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

টিকটকের স্পট মডেল মসজিদের বারান্দা, জড়িতদের খুঁজছে পুলিশ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ৮ আগস্ট ২০২১   আপডেট: ০৮:৫০, ৮ আগস্ট ২০২১
টিকটকের স্পট মডেল মসজিদের বারান্দা, জড়িতদের খুঁজছে পুলিশ

ছবি : সংগৃহীত

সম্প্রতি একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে ভিডিওটির শুটিং স্পট কুমিল্লার দাউদকান্দিতে সরকারিভাবে নির্মিত মডেল মসজিদের বারান্দা।

এনিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা চলছে।

এদিকে,  ধারণকৃত টিকটকারদের ভিডিওচিত্রে দেখা গেলেও শনিবার (৭ আগস্ট) রাত পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেননি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। তবে জড়িতদের শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো.জুয়েল রানা বলেন, মডেল মসজিদের বারান্দায় টিকটক ভিডিও শুটিং করার বিষয়টি আমাদের নজরে এসেছে। তাদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তাদের একজনের বাড়ি দাউদকান্দির গোয়ালমারি ইউনিয়নে বলে জানা গেছে। মসজিদের বারান্দায় টিকটক ভিডিও করায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে তাদের আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় ওমর ফারুক, সামছুল আলম, জাকির হোসেনসহ এলাকার একাধিক ব্যক্তি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নান্দনিক সৌন্দর্যের নজরকাড়া কারুকাজ সম্বলিত ওই দৃষ্টিনন্দন মডেল মসজিদটি উপহার দিয়েছেন দাউদকান্দিবাসীকে। মসজিদ একটি পবিত্র স্থান। মসজিদের বারান্দায় ও আঙিনায় এ ধরনের ভিডিও শুটিং নিন্দনীয় কাজ । যারা এ কর্মকাণ্ড করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

আবদুর রহমান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়