ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত‌্যু

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ৩ সেপ্টেম্বর ২০২১  
সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত‌্যু

বগুড়ার শাজাহানপু‌রে ট্রা‌কের চাকায় পিষ্ট হ‌য়ে রাজকুমার দেবনাথ রিপন (৩৬) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় উপ‌জেলার মাঝিড়া টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

রিপন বগুড়ার আদমদীঘী উপজেলার তারা সান্তাহার গ্রামের বাদল চন্দ্র দেবনাথের ছেলে। তিনি ঢাকার মহাখালীতে একটি পোশাক তৈরি কারখানায় সুইং অপারেটর পদে কাজ করতেন।

এএসআই জানান, রিপন দেবনাথ ছুটি কাটিয়ে বাড়ি থে‌কে মোটরসাইকেলযোগে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থ‌লে পৌঁছ‌লে ঢাকাগামী এক‌  ট্রাক পেছন থেকে তা‌কে ধাক্কা দেয়। এসময় তি‌নি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।  পরে ওই ট্রাকের পিছনের চাকা রিপনের মাথার ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত‌্যু হয়। প‌রে খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এনাম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়