Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪৩

নাম ঘোষণার পরই মারা গেলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৪:৪৫, ৮ সেপ্টেম্বর ২০২১
নাম ঘোষণার পরই মারা গেলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক

মুফতি আব্দুস ছালাম

চট্টগ্রামের বহুল আলোচিত হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে মনোনীত হওয়ার পরপরই মারা যান মুফতি আব্দুস ছালাম চাটগামী। 

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে হাটহাজারী মাদ্রাসার পরিচালনা শুরা কমিটির সদস্য, হেফাজতে ইসলামের উপদেষ্টা মুফতি আব্দুস ছালাম মারা যান।  এই তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন শুরা কমিটির সদস্য মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী।

আল্লামা শফীর মৃত্যুর পর গত এক বছর ধরে শুন্য ছিলো হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের পদ।  এই পদে মনোনয়ন দিতে বুধবার সকাল ১০টা শুরা কমিটির ১০ জন সদস্যের উপস্থিতিতে হাটহাজারী মাদ্রাসায় বৈঠক শুরু হয়। এই বৈঠকে মফতি আব্দুস ছালামের উপস্থিত থাকার কথা ছিলো। হঠাৎ তিনি শারিরীকভাবে অসুস্থতা অনুভব করায় মাদ্রাসায় তার নিজ কক্ষে অবস্থান করেন।

এদিকে, শুরা কমিটির বৈঠকে সকাল সাড়ে ১১টার দিকে মুফতি আব্দুস ছালামকে আল্লামা শফীর স্থলাভিষিক্ত করে মহাপরিচালক মনোনীত করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই মুফতি আব্দুস সালাম আরও গুরুতর অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত মাদ্রাসা সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পৌনে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রেজাউল/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়