ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাক্ষর জালিয়াতি মামলায় এপিপিসহ ১০ জন কারাগারে

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ৮ সেপ্টেম্বর ২০২১  
স্বাক্ষর জালিয়াতি মামলায় এপিপিসহ ১০ জন কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বাক্ষর জালিয়াতির মামলায় এপিপি মিজানুর রহমান ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগমসহ ১০ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (চৌকি) আদালতের বিচারক পার্থ ভদ্র শুনানী শেষে এই আদেশ দেন।

আরো পড়ুন:

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ নভেম্বর উপজেলার কোচাশহর ইউনিয়নের সিঙ্গা গ্রামের খায়রুল ইসলাম আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় বলা হয়, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাডভোকেট মিজানুর রহমানের সহায়তায় তার স্ত্রী ধরমা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি মোহাম্মদ আলী সরকারসহ অন্যান্য সদস্যরা যোগসাজসে উপজেলা পরিসংখ্যাণ কর্মকর্তা পরিতোষ শর্মার স্বাক্ষর জাল করেন।  পরে তারা ধরমা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির গঠন করেন।

মামলাটি পিবিআই গাইবান্ধা ক্যাম্পের এস আই  শাহ আলম  তদন্ত শেষে  গত ২২ মে ২০২১ তারিখে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

বুধবার মামলার শুনানী শেষে আদালত ১০ আসামির জামিন নামঞ্জুর করে কারাগরে প্রেরণের আদেশ দেন।  

মামলার অন্যান আসামীরা হলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোখলেছুর রহমান, নান্নু মিয়া, মুনমুন বেগম, মোজাম্মেলন হক, শিক্ষক প্রতিনিধি নিজাম উদ্দীন, দোলেনা বেগম ও নারায়ন চন্দ্র দেবনাথ। 

সিদ্দিক আলম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়