ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শায়েস্তাগঞ্জ জংশন উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৪:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২১

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে উন্নয়ন কাজ শুরু হয়েছে। এ কাজের শুরুতেই স্থানীয়রা অনিয়মের অভিযোগ তুলছেন।  

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উন্নয়নের নির্মাণ কাজে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহন, কাউন্সিলর মো. মাসুক মিয়া, আওয়ামী লীগ নেতা ওসমান আলী মিনুসহ প্রমুখ।

তারা জানান, বর্তমান সরকারের বরাদ্দে শায়েস্তাগঞ্জ জংশনের উন্নয়ন কাজ হচ্ছে।  কিন্তু এ বিষয়টিতে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা ও পৌরসভার কেউ অবগত নয়।  কয়েকদিন হলো অতিগোপনে ঠিকাদারের লোকেরা শতাধিক শ্রমিক নিয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মে সংস্কার কাজ শুরু করে।  এ কাজে ব্যবহৃত উপকরণগুলো অতি নিন্ম মানের।  স্থানীয় জনতার প্রতিবাদে শ্রমিকরা নির্মাণের স্থান থেকে নিন্মমানের ইটগুলো দ্রুত সরিয়ে ফেলেছে।  ঘটনাস্থলে ঠিকাদার ও প্রকৌশল বিভাগের কাউকে দেখা যাচ্ছে না।  ফোনেও তাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক উত্তর জানা সম্ভব হচ্ছে না।

যোগাযোগ করা হলে স্টেশন মাস্টার এবিএম সাইফুল ইসলাম বলেন, ‘নির্মাণ কাজের বরাদ্দের ব্যাপারে প্রকৌশলী বিভাগ বলতে পারবে।  এ কাজের ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না। ’

গুরুত্বপূর্ণ এ জংশনের উন্নয়ন কাজে কি পরিমাণ বরাদ্দ হয়েছে জানতে যোগাযোগ করা হলে বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) সুবক্ত গীন বলেন, ‘বরাদ্দের বিষয়টি  বিভাগীয় প্রকৌশলী-২ সিরাজ জিন্নাতের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার জন্য। ’

বিভাগীয় প্রকৌশলী-২ সিরাজ জিন্নাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রবিবার দুপুরে ফোন দেওয়ার জন্য।  ফাইল দেখে তিনি বরাদ্দের কথা জানাবেন। ’

শায়েস্তাগঞ্জ রেলওয়ে ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী (পূর্ত) কর্মকর্তা আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠো ফোনটি ব্যস্ত পাওয়া যায়।

জানা গেছে, ব্রিটিশ সরকার যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তায় এনে ১৯০৩ সালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনটি স্থাপন করে।  ওই সময় থেকে এ জংশন দিয়ে যাত্রীরা ট্রেন যোগে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে আসছেন।  ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এ জংশনের উন্নয়নে বরাদ্দ দেয়। 

কাওসার/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়