Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১১ ১৪২৮ ||  ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২১:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০২১
চাঁদপুরে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থান অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। জব্দ করা হয় ১৫ লাখ মিটার কারেন্ট জাল।  

শনিবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এতথ্য নিশ্চিত করেন।

আমিরুল হক জানান, নদীতে ইলিশ মাছ রক্ষায় কোস্টগার্ডের সাব-লেফটেন্যান্ট রুহান মঞ্জুরের নেতৃত্বে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। তখন জেলেরা কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা কারেন্ট জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নদীতে ভাসমান অবস্থায় ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা।

অভিযান চলাকালে চাঁদপুর সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ উপস্থিত ছিলেন।  পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অমরেশ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়