ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে হাসপাতাল ও ডাক্তারকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ২৬ সেপ্টেম্বর ২০২১  
হবিগঞ্জে হাসপাতাল ও ডাক্তারকে জরিমানা

হবিগঞ্জ জেলা শহরের শায়েস্তানগর এলাকার মুন জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালটিকে ১০ হাজার ও সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. তাসনিম সুলতানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৯-সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের সহায়তায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন আরাফাত রানা।

আরো পড়ুন:

র‌্যাবের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, মুন জেনারেল হাসপাতালে গাইনী প্রসূতি স্ত্রী রোগের চিকিৎসক ডা. সামিয়া তাবাসসুমের নাম পরিচয় ব্যবহার করে ডা. তাসনিম সুলতানা প্রতারণার মাধ্যমে রোগী দেখছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডা. তাসনিম সুলতানাকে ২৫ হাজার ও মুন হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কাউসার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়