ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আশুলিয়ায় বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ 

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৬ নভেম্বর ২০২১  
আশুলিয়ায় বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ 

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় জেড এ অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বেতন ও ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে আশুলিয়ার কুটুরিয়া-শেরআলী মার্কেট আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা। কারখানার কর্মকর্তাদের আশ্বাসে এক ঘণ্টা পর শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যায়।

শ্রমিকরা জানায়, দীর্ঘ দিন ধরে প্রায় ১ হাজার শ্রমিক ওই কারখানায় কাজ করে আসছেন। প্রতি মাসের বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হতো। কিন্তু দুই মাস ধরে বেতন দিতে গড়িমিসি করছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও বেতন এক সময়ে পরিশোধ করে আর ওভারটাইমের বিল অন্য সময় পরিশোধ করে। তাই বেতনের দাবিতে সড়কে নেমেছে।

লিমন নামের এক শ্রমিক বলেন, ‘আমরা কিছু বলতে পারি না। কিছু বললে বাইরের লোক হুমকি-ধমকি দেয়। এমনকি মাতৃকালীন ছুটির টাকা, সাধারণ ছুটির টাকা দেওয়া হয় না। আমাদের দাবি প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করতে হবে।’

এ বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার বাবু বলেন, ‘বিষয়টি নিয়ে শ্রমিক ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে বসা হয়েছে। আশা করছি, দ্রুত সমাধান হবে।’ তবে বাইরের লোক দিয়ে শ্রমিকদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ নাকচ করে দেন তিনি।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আল-কামরান বলেন, কারখানা কর্তৃপক্ষ সবসময় বাইরের লোক দিয়ে শ্রমিকদের ভয়-ভীতি দেখায় এ ধরনের অভিযোগ অনেক শ্রমিক করেছেন। তিনি এর নিন্দা করেন।
 

সাব্বির/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়