জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা। ছবি: সংগৃহীত
জাতীয় স্মৃতিসৌধে দেশের বীর শহীদের শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টা ২৭ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে আকাশ পথে জাতীয় স্মৃতিসৌধের প্রবেশ করেন তিনি।
এসময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বীর শহীদের প্রতি একমিনিট নিরবতা পালন করেন তিনি। পরে ১২টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ থেকে চলে যান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীর বিশেষ উদযাপনে অংশ নিতে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকায় আসেন রামনাথা কোবিন্দ।
সাব্বির/বুলাকী