ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

পুড়ে যাওয়া লঞ্চ পরিদর্শনে তদন্তকারী দল

ঝালকাঠী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৫ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৩:৩২, ২৫ ডিসেম্বর ২০২১
পুড়ে যাওয়া লঞ্চ পরিদর্শনে তদন্তকারী দল

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব তোফায়েল হাসানের নেতৃত্বে ৭ সদস্যের তদন্তকারী দল আগুনে পুড়ে যাওয়া লঞ্চটি পরিদর্শন করেছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লঞ্চের ইঞ্জিন রুমসহ বিভিন্ন কক্ষে ঢুকে তদন্ত করেন তারা। তাদের সঙ্গে ছিলেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।  

তিনি বলেন, এ বিষয়ে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত উদ্ধারকারীদল নদী থেকে কোন মরদেহ পায়নি। 

এদিকে, নদীতে লাফিয়ে এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। তাদের সন্ধানে সুগন্ধার তীরে অপেক্ষায় আছেন স্বজনরা। কেউ আবার ট্রলার নিয়ে নদীর বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। কারো হাতে নিখোঁজদের ছবি। তা নিয়ে নদী তীরের বাসিন্দাদের দেখাচ্ছেন, আর বিলাপ করছেন। কেউ আবার নদী তীরের মিনিপার্ক, ডিসিপার্ক, লঞ্চঘাট এবং ঘটনাস্থল দিয়াকুল এলাকায় ঘুরছেন। অন্তত নিখোঁজ স্বজনদের মরদেহ যেন বাড়ি নিয়ে যেতে পারেন, সেই অপেক্ষায় আছেন স্বজনরা।

অলোক সাহা/সুমি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়