ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত সাংসদ একরামুল

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২২ জানুয়ারি ২০২২   আপডেট: ১৮:০৫, ২২ জানুয়ারি ২০২২
বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত সাংসদ একরামুল

বুস্টার ডোজ নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

শনিবার (২২ জানুয়ারি) একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, গতকাল বিকেলে বাবার শারীরিক দুর্বলতা দেখা দেয়। তিনি খাবার খেতে পারছিলেন না এবং কিছু খেলে বমি করছিলেন। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে নিজে থেকেই করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। আজ জানতে পারলাম করোনা পজিটিভ হয়েছেন।

সাবাব চৌধুরী আরও বলেন, বাবার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডির বাসায় কোয়ারেন্টিনে আছেন। শারীরিক অবস্থা অনুযায়ী ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হবে। বাবার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাবাব চৌধুরী।

সাংসদ একরামুল করিম চৌধুরীর চাচাতো ভাই এমরানুর রহমান চৌধুরী বলেন, মাত্র কিছুদিন আগেই করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছিলেন তিনি। এরই মধ্যে আক্রান্ত হলেন তিনি।

মাওলা সুজন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়