ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাঘের কাছ থেকে বেঁচে ফিরলেন আবু হায়াত 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২২  
বাঘের কাছ থেকে বেঁচে ফিরলেন আবু হায়াত 

সাতক্ষীরায় সুন্দরবনের বাঘের সঙ্গে নৌকার বৈঠা নিয়ে লড়াই করে বেঁচে ফিরছিলেন জেলে আবু হায়াত ঢালী (৫০)। 

সোমবার  (৭ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবনের কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত আবু হায়াতের বাড়ি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ট্যাংরাখালি গ্রামে।

জানা যায়, গত বছরের ২৯ জানুয়ারি কৈখালী ফরেষ্ট ষ্টেশন থেকে পাস নিয়ে পশ্চিম সুন্দরবনের মাছ ধরতে যান আবু হায়াত, বাবলু সানা ও নুর ইসলাম গাজী। রোববার (৬ ফেব্রুয়ারি) বনের দাইরগাং বড় খাল নামক স্থানে মাছ ধরার সময় একটি বাঘ তাদের ওপর আক্রমণ করে। 

নুর ইসলাম বলেন, ‘সুন্দরবনের তীর ঘেষে মাছ ধরার সময় বাঘটি আবু হায়াতের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় আবু হায়াতকে বাঁচাতে আমরা নৌকার থাকা বৈঠা দিয়ে বাঘটিকে আঘাত করি। এক পর্যায়ে বাঘটি আবু হায়াতকে রেখে পালিয়ে যায়।’ 

সুন্দরবনের কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, আবু হায়াত নামে এক ব্যক্তিকে বাঘে আক্রমণ করে। সঙ্গে থাকা অন্য জেলেরা আবু হায়াতকে বাঁচিয়ে ফেরত নিয়ে আসেন। আবু হেনাকে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়