ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় আরো একটি বিষ্ণুমূর্তি উদ্ধার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২ মার্চ ২০২২  
বগুড়ায় আরো একটি বিষ্ণুমূর্তি উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে পুকুর সংস্কারের সময় একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে একই পুকুর থেকে আরো একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছিল।

বুধাবার (২ মার্চ) দুপুরে শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করেছে পুলিশ।

আরো পড়ুন:

আরো পড়ুন: বগুড়ায় বিষ্ণুমূর্তি উদ্ধার

এলাকাবাসী জানায়, উপজেলার খোট্টাপাড়া (রাজবাড়ী) এলাকা থেকে গত কয়েকদিন ধরে আব্দুল হান্নান নামের এক ব্যাক্তি আমিনুল ইসলামের পুকুর এ্যাস্কভেটর মেশিন দিয়ে সংস্কার করছিলেন। সেখান থেকে মাটি ট্রলি এবং ড্রাম ট্রাকে করে তুলে খন্দকার টোলা শাজাহানের বাড়ির সামনে রাখা হচ্ছিল। সেই মাটির সঙ্গে বিষ্ণু মূর্তিটি চলে আসে। পরে এলাকাবাসী মূর্তিটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত কালো পাথরের মূর্তিটি কিসের তা আামার জানা নেই। তবে অনেকে বলছে এটি বিষ্ণুমূর্তি। মূর্তিটি এখন থানা হেফাজতে রয়েছে।

এনাম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়