ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে ১২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৫৪, ১৯ জানুয়ারি ২০২৬
ফরিদপুরে ১২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা থেকে প্রায় ১২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আটক করা হয়েছে একজনকে। 

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকা থেকে মূতিটি উদ্ধার হয়। মূর্তিটির বাজার মূল্য তিন কোটি টাকা।

আরো পড়ুন:

আটক ব্যক্তির নাম সাদ্দাম মোল্লা (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার দিকে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল বুড়াইচ মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ওই এলাকার বাসিন্দা সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুরপাড়ে মাটির নিচে লুকিয়ে রাখা প্রায় ১২৫ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটি কালো রঙের কষ্টিপাথরে নির্মিত এবং এটি অত্যন্ত প্রাচীন। এর বাজারমূল্য তিন কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করেছি। একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলমান। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/তামিম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়