ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মজুরি বৈষম্যের শিকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ৮ মার্চ ২০২২   আপডেট: ১২:২১, ৮ মার্চ ২০২২
মজুরি বৈষম্যের শিকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা

মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারীরা। কৃষি জমিতে সমান কাজ করলেও পুরুষের চেয়ে মজুরি পেতে হয় তাদের। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিমের বিল বৈলঠা গ্রামের মালতি মুর্মু (৬৩)। কৃষি জমিতে কাজ করেন তিনি। বছরের পর বছর ধরে কাজ করে আসা মালতি মুর্ম বলেন, ‘শুরু থেকেই পুরুষের তুলনায় কম মজুরি পাই। এই বৈষম্য দেখে আসছি দশকের পর দশক ধরে। কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই জীবিকার তাগিদে আমাদের অন্যের জমিতে কাজ করতে হয়। বিভিন্ন বাগান ও নার্সারিতে কর্মরত নারীদের দেওয়া হচ্ছে ২৫০ টাকা করে, যেখানে পুরুষ শ্রমিকরা পাচ্ছেন ৩০০ টাকা।’

বৈলঠা গ্রামের কোল সম্প্রদায়ের ৪৪ বছর বয়সী নিরাসি টুডু বলেন, ‘আমি ১৩ বছর বয়সে কৃষি জমিতে কাজ শুরু করি। দীর্ঘ দিন ধরে আমি মজুরি বৈষম্যের শিকার। সাধারনত কাজ পাওয়া যায়না, যখন কাজ পাওয়া যায় তখন কাজ করি। নারীদের ২৫০ টাকা আর পুরুষ শ্রমিকদের ৩০০ টাকা করে দৈনিক মজুরি দেওয়া হয়। সমান কাজ করলেও নারীদের মজুরি কম দেওয়া হয়।পেটের দায়ে এই বৈষম্য মেনে নিয়েই কাজ করতে হচ্ছে।’

মরিণ একটি নার্সরীতে কাজ করেন। স্বামী হারিয়ে পরিবারে উপর্জনের আর কেউ নেই তার। অভাবের কারণে বাধ্য হয়েই অন্যের জমিতে কাজ করতে হচ্ছে তাকে। তিনি বলেন, ‘পুরুষের চেয়ে ৫০ টাকা কম পেলেও করার কিছু নেই।’ 

স্থানীয় একটি নার্সারির মালিক আবুল কাসেম বলেন, ‘নারীরা কৃষি-কাজে বেশ পারদর্শী। তারা চারা লাগানোর পর তা ভালো করে পরিচর্যা করতে পারেন।পুরুষরা পায় ৩০০ টাকা এবং নারীরা পায় ২৫০ টাকা। এখানে যেটা প্রচলন, সেটায় তাদের দেওয়া হয়।‘

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুর্মু বলেন, ‘জেলায় সাঁওতাল, ওরাঁও ও কোলসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় এক লাখ মানুষ চাঁপাইনবাবগঞ্জে বসবাস করেন। এই সব সম্প্রদায়ের নারীরা জমিতে কাজ করেন, তারা কাজে ফাঁকি দেন না এবং দক্ষ। তারপরও নারী শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত।’

চাঁপাইনবাবগঞ্জের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার বলেন, ‘লিঙ্গ বৈষম্য না কমলে মজুরি বৈষম্যও কমবে না। নারীরা অনেক এগিয়েছে। তবে, মজুরি বৈষম্য এখন আগের চেয়ে অনেক কমেছে। আশা করছি ভবিষ্যতে মজুরি বৈষম্য কমবে।’

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়