বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকার নাথবাড়ি সংলগ্ন সীমান্ত থেকে ফয়জুর নামের ওই যুবককে নিয়ে যায় বিএসএফ।
ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহর থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা এক ভারতীয় ব্যক্তিকে সন্ধ্যার পর আবার ভারতে পার করার সময় বিএএসএফ ফয়জুরকে ধরে নিয়ে যায়। ফয়জুর কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।
এলাকাবাসী জানিয়েছেন, ফয়জুরের এক আত্মীয় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন। বৃহস্পতিবার ইফতারের পর তাকে সীমান্তের কাঁটাতারের বেড়া পার করাচ্ছিলেন ফয়জুর। এ সময় বিএএসফ সদস্যরা ওই ভারতীয় ব্যক্তিসহ ফয়জুরকে ধরে নিয়ে যায়।
শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান সিকদার জানিয়েছেন, অবৈধভাবে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করায় ফয়জুরকে বিএসএফ ধরে নিয়ে গেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের সময় তারা জানিয়েছে, দুজনের কাছেই মানবপাচারের বিষয়ে আলামত পাওয়া গেছে। তাদের বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আইনানুগ ব্যবস্থা নিয়েছে।
হামিদ/রফিক