ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১১ জুন ২০২২  
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।

শনিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন চালুর মধ্য দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে, দুপুরে পারাবত ট্রেনের বগিতে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৌলভীবাজার জেলা প্রশাসন ৭ সদস্য বিশিষ্ট ও রেলওয়ে কর্তৃপক্ষ ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

শমশেরনগর স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পারাবত এক্সপ্রেসের বগিতে আগুন লাগলে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি লংলা স্টেশনে ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গলে আটকা পড়ে।’

তিনি আরো বলেন, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে ক্ষতিগ্রস্ত পারাবত এক্সপ্রেসের বগিগুলো কুলাউড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে জয়ন্তিকা ট্রেন চালুর মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

আরো পড়ুন: ট্রেনের আগুন নিয়ন্ত্রণে, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ 

হামিদ/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়