ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএম কনটেইনার থেকে দেহবাশেষ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ১৩ জুন ২০২২  
বিএম কনটেইনার থেকে দেহবাশেষ উদ্ধার

ফাইল ফটো

আগুন ও বিস্ফোরণে পুড়ে যাওয়া চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপো থেকে আরো এক জনের দেহবাশেষ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৩ জুন) বিকেলে ক্ষতিগ্রস্থ কনটেইনার ডিপোতে সিআইডি অনুসন্ধান চালানোর সময় তারা এই দেহবাশেষ উদ্ধার করেন।

আরো পড়ুন:

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমন বণিক জানান, ডিপোর পুড়ে যাওয়া ধ্বংস্তুপ সরানোর সময় একটি মানবদেহের দেহবাশেষ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দেহবাশেষ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, রোববার (১২ জুন) পর্যন্ত বিএম ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে।

রেজাউল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়