ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১৬ জুন ২০২২   আপডেট: ০২:৫৬, ১৭ জুন ২০২২
তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে

ফাইল ফটো

লালমনিরহাটে আবারো বাড়তে শুরু করেছে তিস্তার পানি। বৃহস্পতিবার (১৬ জুন) রাত ৯টার দিকে জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উজানে ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।’

স্থানীয়রা জানান, নদীর পানি বেড়ে যাওয়ায় কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে বন্যাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু জাফর।

ফারুক/কেআই/এনএইচ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়