গোপালগঞ্জে আনসারের জেলা সমাবেশ অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গোপালগঞ্জে র্যালি, আলোচনা সভা, সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণের মধ্যে দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) সকালে জেলা শহরের পাঁচুড়িয়ার আনসার ক্যাম্প থেকে এ উপলক্ষে র্যালি বের হয়। সেটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাহিনীর উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ) ফাতেমা সুলতানা, গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে আনসার সদস্যদের মধ্যে সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
বাদল/ মাসুদ
আরো পড়ুন