ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কয়েক সেকেন্ডের টর্নেডোয় প্রাণ গেলো মাছ ব্যবসায়ীর 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ৩ জুলাই ২০২২  
কয়েক সেকেন্ডের টর্নেডোয় প্রাণ গেলো মাছ ব্যবসায়ীর 

পটুয়াখালীতে ৪০ সেকেন্ডের টর্নেডোতে শাহিন হাওলাদার (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার মেয়ে সনিয়া আক্তার (১৭)। এছাড়া টর্নেডোর কারণে বিধ্বস্ত হয়েছে ৭টি বসত ঘর। 

রোবাবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

শাহিন একই এলাকার মৃত খবির হাওলাদারের ছেলে। তিনি পেশায় মৎস্য ব্যবসায়ী। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লাউকাঠী নদীতে গোসল করছিলেন শাহিন। এসময় টর্নেডো আঘাত হানে।  ৪০ সেকেন্ডের এই টর্নেডোতে একটি বসত ঘরের টিনের চালা উড়ে গিয়ে শাহিনের গলায় লাগে। এছাড়া রান্নার সময় ঘর ভেঙে তার মেয়ে সনিয়ার গায়ে পড়ে। তাৎক্ষনিক স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। 

টর্নেডোর সময় চরপাড়া এলাকার স্বনির্ভর রোডের সাতজন বাসিন্দার বসতঘর বিধ্বস্ত হয়। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়।  

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবার এবং ক্ষতিগ্রস্থদের সাহায্যের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়