ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিকিৎসা শেষে রাজবাড়ীতে ফিরলেন ইরাদত আলী

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ২১ জুলাই ২০২২  
চিকিৎসা শেষে রাজবাড়ীতে ফিরলেন ইরাদত আলী

ভারতের দিল্লি ও সিঙ্গাপুরে চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর নিজ জেলা  রাজবাড়ীতে ফিরেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকাল ৪টার দিকে তিনি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আসেন। এ সময় ঘাটে জেলা আওয়ামী লীগসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে তিনি গাড়িবহর নিয়ে রাজবাড়ী জেলা শহরের উদ্দেশ্যে রওনা হন।

আরো পড়ুন:

চলতি বছরের (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ীর নিজ বাসভবনে ব্রেন স্ট্রোক করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। এরপর তাকে হেলিকপ্টার যোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ২১ ফেব্রুয়ারি তাকে ভারতের দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে নেওয়া হয়।

দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে চিকিৎসা শেষে কাজী হারাদত আলী ঢাকার বাসায় আসেন ৯ মে। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য ২৩ জুন সিঙ্গাপুরে যান এই নেতা। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৩ জুলাই দেশে এসে ঢাকার বাসায় ওঠেন তিনি।

সুকান্ত/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়