ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিএনপি নেতা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন 

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২৭ জুলাই ২০২২  
বিএনপি নেতা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন 

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা  ইসমাইল হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তথ্য প্রমাণ না থাকায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. শওকত হুসাইন এ রায় ঘোষণা করেন। 

সরকার পক্ষে অতিরিক্ত পিপি আব্দুল খালেক ও আসামিপক্ষে রাশিদুল হাসান জাহাঙ্গীর মামলাটি পরিচালনা করেন। 

সাজাপ্রাপ্ত শাহাজান একই উপজেলার চাপালি গ্রামের লুৎফর রহমানের ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, পৌর বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন ২০১৪ সালের মে মাসের ১৩ তারিখে ফজরের নামাজের পর চাপালি গ্রামে থাকা ধান খেত দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় শাহাজানসহ অন্য আসামিরা চাপালী সড়কে ইসমাইল হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে তারা ইসমাইল হোসেনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই ইসমাইল হোসেন মারা যান। 

হত্যাকাণ্ডের এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ৯ বছর শুনানি শেষে বুধবার বিচারক মামলার রায় ঘোষণা করেন।

রাজিব/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়