শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার প্রার্থী জয়ী
ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৬৯ হাজার ৬শ ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম হকিম আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু পেয়েছেন ১৪ হাজার ১ ভোট।
রোববার (৩১ জুলাই) রাতে শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহমেদ নৌকা প্রতীকের প্রার্থী এম হকিম আহমেদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনে মাত্র ২৫ শতাংশ ভোট পড়ার বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক বলেন, ‘এ দিয়ে দুইবার উপনির্বাচন ও একটি পদে ভোট হওয়ার কারণে ভোটারদের আগ্রহ কম ছিল। সে কারণে ভোটাররা সেভাবে কেন্দ্রে আসেনি।’
রাজীব/কেআই