ঢাকা     শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||  চৈত্র ১৭ ১৪২৯

ফেসবুকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ১০ আগস্ট ২০২২   আপডেট: ১৫:১৩, ১০ আগস্ট ২০২২
ফেসবুকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া মো.তাজুল ইসলাম তপন

নোয়াখালীর হাতিয়ায় ফেসবুকের একটি পোস্টে সরকার বিরোধী মন্তব্য করায় মো.তাজুল ইসলাম তপন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ আগস্ট) দুপুরে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।  

 গ্রেপ্তারকৃত তাজুল হাতিয়া পৌরসভার লক্ষিদীয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাজলু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারকে নিয়ে দেওয়া একটি পোস্টে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা ওই যুবককে আটক করে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাজুলকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।  

মওলা সুজন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়