ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাগুরায় বিদুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, স্বামী আহত 

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ১৬ আগস্ট ২০২২  
মাগুরায় বিদুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, স্বামী আহত 

মাগুরার মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকিরন নেছা (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার বাবুখালী ইউনিয়নের চালমিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জাকিরন নেছা ওই গ্রামের ইসমাইল মোল্যার স্ত্রী। তাকে বাঁচাত গিয়ে তার স্বামী ইসমাইল (৫৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকিরন নেছার নিজ ঘরে গত বছরের পাট রাখা ছিল। বিক্রি করার জন্য সেই পাট বাইরে বের করছিলেন। এ সময় ঘরে থাকা বিদ্যুতের ঝুলন্ত তার ছিঁড়ে পাশে থাকা টিনের বাক্সের উপর গিয়ে পড়ে। 

সেই টিনের বাক্স জাকিরন স্পর্শ করলে সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তার চিৎকার শুনে স্বামী ইসমাইল তাকে বাঁচাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের লোকজন টের পেয়ে মেইন সুইজ বন্ধ করে তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক গৃহবধূ জাকিরনকে মৃত ঘোষণা করেন এবং তার স্বামী ইসমাইলকে চিকিৎসা দেওয়া হয়েছে।

মহম্মদপুর থানার ওসি আশরাফুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শাহীন/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়