ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তারে জড়িয়ে ২ মৃত্যু, ইনচার্জ বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৭ আগস্ট ২০২২   আপডেট: ১২:৫৫, ১৭ আগস্ট ২০২২
তারে জড়িয়ে ২ মৃত্যু, ইনচার্জ বরখাস্ত

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে নদীতে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই জনের মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সকালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) মো. মোতাহার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। 

মোতাহার হোসেন জানান, প্রাথমিকভাবে কর্তব্যে গাফিলতির প্রমাণ পাওয়ায় অভিযোগ কেন্দ্রের ইনচার্জকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি যদি দায়িত্বরত আর কারও গাফিলতির প্রমাণ পায় তাকেও বরখাস্ত করা হবে। এছাড়া ঝুলে থাকা লাইনটি মেরামত কাজ চলছে। 

বানিয়াচং উপজেলার বাল্লা মধুপুর গ্রামে রত্না নদীর উপর হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ঝুলে ছিল। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে নৌকায় করে যাওয়ার সময় সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়।

মামুন চৌধুরী/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়