ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মিষ্টির গাদ-কাপড়ের রং মিশিয়ে গুড় তৈরি, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৭ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৭:১৬, ৭ সেপ্টেম্বর ২০২২
মিষ্টির গাদ-কাপড়ের রং মিশিয়ে গুড় তৈরি, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টির গাদ, চিনির রস ও কাপড়ের রং মিশিয়ে আখের গুড় তৈরির অপরাধে প্রিতম সাহা নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের কালাইশ্রীপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।

তিনি বলেন, ‘কালাইশ্রীপাড়ায় অশোক ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, মিষ্টির গাদ, চিনির রস ও কাপড়ের রং মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে আখের গুড় তৈরি হচ্ছিল। নামে আখের গুড় হলেও তাতে আখের কোনো রস ছিল না।’

মেহেদী হাসান বলেন, ‘প্রতিষ্ঠানটির স্বাস্থ্য সনদ ও গুড় তৈরির কোনো অনুমতি ছিল না। অভিযানে ২০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে যেন ভেজাল গুড় তৈরি না করে সে জন্য সর্তক করা হয়েছে। পরে মিষ্টির গাদ, চিনির রস ও রং জনসম্মুখে ধ্বংস করা হয়।’

রুবেল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়