ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় চার্জ গঠন, আসামি ২৯

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ১১ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৭:০৭, ১১ সেপ্টেম্বর ২০২২

রোহিঙ্গাদের শীর্ষ নেতা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ জনকে আসামি করে চার্জ গঠন করেছেন কক্সবাজার দায়রা ও জজ আদালত।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিষয়টা নিশ্চিত করেছেন কক্সবাজার দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

তিনি জানান, ২৯ আসামির মধ্যে ১৫ জন হাজির আছে, বাকি ১৪ জন পলাতক রয়েছে।  বিজ্ঞ জজ মোহাম্মদ ইসমাঈল আদালত থেকে নামার পর পরবর্তী ধার্য দিন নির্ধারণ করবেন। মামলার বিচারকার্য দ্রুত শেষ করার চেষ্টা করবো।

২০২১ সালে ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। পরদিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন। এ মামলার সাক্ষী ৩৮ জন। ৮ মাস ১৩ দিন পর ১৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

তারেকুর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়