বান্দরবানে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২০:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২২

বান্দরবানে মাদক মামলায় জিয়াউল হক জিয়া (২৭) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
জিয়াউল হক জিয়া বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩ নম্বর ঘুমধুম ইউনিয়নের ঘোনারপাড়ার বাদশা মিয়ার ছেলে।
জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. ইকবাল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’
বাসু/কেআই
আরো পড়ুন