ঢাকা     শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||  চৈত্র ১৭ ১৪২৯

গ্রিন লাইন ও শ্যামলী পরিবহনের বাসে সংঘর্ষ, আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ০৯:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২২
গ্রিন লাইন ও শ্যামলী পরিবহনের বাসে সংঘর্ষ, আহত অর্ধশত

হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মহাসড়কে গ্রিন লাইন ও শ্যামলী পরিবহনের যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত অর্ধশত আরোহী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় উভয় বাসের কমপক্ষে ৫০ জন আহত হয়।

শেরপুর হাইওয়ে থানার এসআই শাহিন আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। দুইবাসের চালকের অবস্থাই আশঙ্কাজনক।

মামুন/টিপু

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়