ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাসুরের ছেলের হাতে চাচি নিহত

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৬:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২২
ভাসুরের ছেলের হাতে চাচি নিহত

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাসুরের ছেলের বটির আঘাতে চাচি আয়েশা আক্তার পলি (৩০) নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাজীপুর  ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জারুলিয়া গ্রামের সৌদি আরব প্রবাসী আক্তার মিয়ার সৎভাই গাবরু মিয়ার বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শুক্রবার সকালে গাবরু মিয়ার ছেলে মামুনের সঙ্গে গাছের পেয়ারা নিয়ে কথা কাটাকাটি হয় পলির। একপর্যায়ে মামুন রান্নাঘর থেকে বটি এনে পলিকে কুপাতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই পলি মারা যান। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, মামুন পলিকে হত্যা করে পালিয়ে গেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মামুন চৌধুরী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়