ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হাওরে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১২:২১, ২৪ সেপ্টেম্বর ২০২২
হাওরে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় হাওরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে আব্দুল করিম (৬৫) ও নূর উদ্দিন (৫০) নামে দুই কৃষক প্রাণ হারিয়েছেন। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মজলিশপুর গ্রামের পাশের হাওরের পিঠাবাড়ি এলাকায় এ বজ্রপাত ঘটে।

নিহত আব্দুল করিম মজলিশপুর গ্রামের খতিব উল্লার ছেলে ও নূর উদ্দিন একই গ্রামের তাজ উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল করিম ও নূর উদ্দিন সকালে হাওরের পিঠাবাড়ি এলাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন। সকাল সাড়ে ৯ টায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন গিয়ে মরদেহ দুটি বাড়িতে নিয়ে এসেছেন।

এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, বজ্রপাতে মারা যাওয়া দু’জনের পরিচয় সংগ্রহ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়