রাজশাহীতে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:১১, ২৬ সেপ্টেম্বর ২০২২

রাজশাহীতে ৩০০ পিস ট্যাপেন্টাডল মাদকসহ মানিক হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মানিক নগরীর ডাঁশমারী পূর্বপাড়া মহল্লার বাসিন্দা।
রাজশাহী নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল বিক্রির সময় মানিককে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ট্যাপেন্টাডলের মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে।
শিরিন সুলতানা/ মাসুদ
আরো পড়ুন