ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেলা পরিষদ নির্বাচন: বাগেরহাটে চেয়ারম্যানসহ ৩ প্রার্থীকে জয়ী ঘোষণ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২২  
জেলা পরিষদ নির্বাচন: বাগেরহাটে চেয়ারম্যানসহ ৩ প্রার্থীকে জয়ী ঘোষণ

নির্বাচিতদের হাতে গণবিজ্ঞপ্তি তুলে দিচ্ছেন বাগেরহাটের জেলা প্রশাসক আজিজুর রহমান।

বাগেরহাটে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকুকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়া সাধারণ সদস্য পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতদের নাম উল্লেখ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

আরো পড়ুন:

নির্বাচিত অন্য দুইজন হলেন- মোল্লাহাট উপজেলার সাধারণ সদস্য এসএম অলিউজ্জামান এবং ফকিরহাট উপজেলার মো. আব্দুর রাজ্জাক। 

এদিকে একইদিন জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। 

আজিজুর রহমান বলেন, ‘বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও দুটি সাধারণ সদস্য পদে একক প্রার্থী থাকায় প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়া সাতটি সাধারণ সদস্য পদে ১৪ জন ও ৩টি নারী সংরক্ষিত সদস্য পদে ৬ জন নারী  প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ করা হয়েছে।’

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর বাগেরহাটে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুটুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়