করতোয়ায় নৌকাডুবি: প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের গঠিত কমিটি।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ‘রোববার সন্ধ্যায় আমাদের গঠন করা পাঁচ সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।’
তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পৃথক আরও ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল তদন্ত কমিটির প্রতিবেদন জমা হওয়ার পর সেগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রণালয় থেকে। এ ঘটনায় বোদা থানায় একটি ইউডি মামলা হয়েছে।’
এর আগে, গত রোববার (২৫ সেপ্টেম্বর) বোদা উপজেলার আউলিয়ার ঘাটে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। ঘটনার পরপরই নৌকাডুবির কারণ বের করতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকাডুবি: ‘৩ বার বন্ধ হয়ে যায় শ্যালো ইঞ্জিন’
নাঈম/কেআই