ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লাখো মাটির টোপায় সাজানো অপরূপ পূজামণ্ডপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৪ অক্টোবর ২০২২   আপডেট: ১১:৫৭, ৪ অক্টোবর ২০২২
লাখো মাটির টোপায় সাজানো অপরূপ পূজামণ্ডপ

শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। উৎসবের আনন্দে মেতে উঠেছে মুন্সীগঞ্জের পূজামণ্ডপগুলো। বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায় চারদিকে সে আনন্দেরই রেশ। একেকটি মণ্ডপের একেক রকম সাজ। যা সহজেই আকৃষ্ট করছে পূজারিদের।

সোমবার (৩ অক্টোবর) রাতে মুন্সীগঞ্জ শহরের নয়াপাড়া এলাকার পূজামণ্ডপে গেলেও অভিভূত হতে হয়। মণ্ডপটি সাজানো হয়েছে মাটির তৈরি লাখো টোপায়। কেউবা এ টোপাকে মুচি নামেও অভিহিত করছেন। স্বর্ণ ও রূপা গলাতে ব্যবহার্য এ মাটির গইর‍্যা বা টোপায় অপরূপ সৌন্দর্য্য ছড়িয়ে পড়েছে ওই মণ্ডপটিতে। 

নয়াপাড়া এলাকার ডা. দীনেশ মণ্ডলের বাড়ির আঙিনায় মাটির টোপার এ পূজামণ্ডপ টানছে সকল ধর্মের সব বয়সের মানুষকে। নয়াপাড়া পঞ্চায়েত পূজা কমিটি ওই বাড়ির আঙিনায় প্রতি বছর শারদীয়া উৎসবে এমন ব্যতিক্রম আয়োজন করে আসছে।  

শহরের বঙ্গবন্ধু সড়ক পাশেই ওই এলাকার গলির মুখে মণ্ডপের প্রবেশদ্বারে মাটির টোপার ছোট ছোট গেইট নজর কেড়ে নিচ্ছে সকলের। শহরের বিভিন্ন স্বর্ণের দোকান থেকে মাটির ওই টোপা সংগ্রহ করা হয়েছে। এরপর ৪০ জন স্বেচ্ছাসেবী ৩৫ দিন ধরে দিনরাত কাজ করে পূজামণ্ডপে ওই টোপা সাজিয়েছেন বলে জানান ডা. দীনেশ মণ্ডলের ভগ্নিপতি নীলকমল দাস। 

তিনি জানান, মণ্ডপ সাজানোর প্রধান কারিগর হচ্ছেন কাজল দাস। এছাড়া স্বেচ্ছাসেবী লোকনাথ, শুভ দাস, অন্তু সূত্রধর, সুমন দাস, মুন্না চন্দ্র, তন্ময় শীল, সৌরভ দাস, দুর্জয় শীল আর সাধন দাসের কথা তো বলতেই হয়। তাদের মতো প্রায় ৪০ জন তরুণের ঐকান্তিক প্রচেষ্টায় মণ্ডপটি নজর কড়া সৌন্দর্য্য পেয়েছে। এবার ১ লাখ ২০ হাজার মাটির টোপা দিয়ে ওই মণ্ডপটিকেকে শোভিত করা হয়েছে। 

নয়াপাড়া পঞ্চায়েত পূজা কমিটির সভাপতি রনি দাস গুপ্ত বলেন, প্রতি বছরই পঞ্চায়েত কমিটির তরুণদের মাথায় বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আসে। মণ্ডপ সাজাতে তাদের সেই ভাবনার অংশ হিসেবেই এবার টোপা ব্যবহার করা হয়েছে। গেলো বছর মন্ডপ সাজানো হয়েছিলো কাঁচা মাদামের খোসা দিয়ে। 

তিনি বলেন, স্বেচ্ছাসেবী তরুণরা কেউ-ই প্রফেশনাল নয়। তবু তাদের নিপুণ হাতের ছোঁয়ায় এক অনন্য সৌন্দর্য ছড়াচ্ছে।

রতন/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়